আবারও কমবে তাপমাত্রা (Temperature ) , দক্ষিণবঙ্গের ১০ জেলায় হবে বৃষ্টি
মরসুমের শীতলতম দিন কাটতে না কাটতেই কলকাতায় রাতারাতি পারদ উর্ধমুখী। তাপমাত্রা (Temperature ) একলাফে ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে একেবারে ১৬ ডিগ্রির ঘরে। শহর কলকাতায় কাল সকালের দিকে মেঘলা আবহাওয়া আর ৯৬ শতাংশ আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়লেও বিকেল থেকে রাত পর্যন্ত হালকা বৃষ্টির জেরে শীতের আমেজ আবার ফিরেছে।
আবারও কমবে তাপমাত্রা
রাতের তাপমাত্রা আবার ১৬ এর ঘর থেকে ফের নেমে এসেছে ১৪ এর ঘরে। আজ বিকেল থেকে ফের পরিস্কার আকাশ হবার সম্ভাবনা। রাতের তাপমাত্রা এরপর আরো কিছুটা নামবে। দিনের তাপমাত্রা (Temperature) সামান্য বাড়লেও তা স্বাভাবিক বা তার নিচেই থাকবে।
আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রা (Temperature) সামান্য বাড়বে বলছে আবহাওয়া (Weather) অফিস। রাতের তাপমাত্রা (Temperature) আরও ২ ডিগ্রি মতো নামতে পারে। আজ ২৫ শে জানুয়ারি পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলাএ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। গতকাল থেকে ফের দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি, মোটামুটি বেশি কম সব জায়গায় ছিটেফোটা বৃষ্টি দেখা গেছে ।একেই এবার রেকর্ড শীত পড়েছে দক্ষিণে, তার ওপর শুরু হয়েছে আবার বৃষ্টি।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় মেঘলা আকাশ তার সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।
সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে জায়গায় জায়গায়। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ। দুপুরের পর মূলত পরিস্কার আকাশ। ঘন কুয়াশা উত্তরবঙ্গ সংলগ্ন চার জেলায়। দার্জিলিঙ, কালিম্পং জেলায় বৃষ্টি চলবে আর পার্বত্য জেলার উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
আলিপুরের আবহাওয়া (Weather) দফতরের তরফে বলা হয়েছে, প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এ ছাড়া ঝাড়খণ্ড তেলঙ্গানা ও ছত্তীসগঢ়ের উপর রয়েছে একটি অক্ষরেখা,যা ধীরে ধীরে কলকাতার উপরও আসছে। কলকাতায় কাল রাতের তাপমাত্রা ১৬.৩ থেকে নেমে ১৪.৪ ডিগ্রিতে এসেছিলো।
গতকাল তাপমাত্রা দিনের বেলায় সামান্য বেড়ে ২২.১ থেকে ২২.৮ ডিগ্রি হইয়াছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে ৯৫ শতাংশ যা রাতে দিকে ৫২ শতাংশএ পৌঁছেছিল। আলিপুরে কাল ০.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে আগামী পাঁচদিন বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই বললেই চলে। এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের উপরিভাগে, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। তবে সমস্ত জেলাতেই নেমেছে তাপমাত্রা ধীরে ধীরে।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে আগের মতনই। বেশি কুয়াশা হবে মালদা এবং দিনাজপুরে। জলপাইগুড়ি ও কোচবিহারে ও ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। ২৬ এবং ২৭শে জানুয়ারি দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে।
খাসটাইমস বাংলা সম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন।
ইংলিশ এ আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন https://khaastimes.com