গ্যাসের KYC আধার লিংক করুন বাড়িতে বসে মোবাইল এর একটা ছোট্ট ক্লিক এ
বর্তমানে গ্যাস পাবার জন্য KYC নবিনিকরণ এর কাজ চলছে। গ্যাসের অফিস এ আমরা দেখতে পাচ্ছি প্রচুর লাইন, লোকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে নবিনিকরণ করার জন্য। আপনার বাড়িতে কি স্মার্ট ফোন আছে, যদি থাকে তাহলেই করে ফেলতে পারেন মুশকিল আসান।কয়েকটা ক্লিক এ হতে পারে কাজ হাসিল শুধু মোবাইল এর ক্যামেরা ব্যবহার করে।
কোথাও যাবার দরকার নাই, আঙ্গুল এর ছাপ এর মেশিন ও লাগবে না, ঘরে বসে স্মার্ট মোবাইল হাতে নিয়ে করে ফেলুন নবিনিকরণ। আসুন আমরা এবার আলোচনা করি কি ভাবে পর পর কোন স্টেপ এ আপনারা নবিনিকরন করতে পারেন।
গ্যাসের KYC আধার লিংক করুন বাড়িতে বসে মোবাইল এর একটা ছোট্ট ক্লিক এ
কি কি লাগবে
আপনার গ্যাস এ নবিনিকরন করার আগে এই কয়েকটা দরকারি জিনিস একজায়গায় গুছিয়ে নিয়ে বসুন।
- একটা স্মার্ট ফোন।
- আপনার আঁধার কার্ড।
- আপনার গ্যাস এ কানেকশন এর ১৬ ডিজিট নম্বর।
কি করে করবেন পর পর দেখুন
- প্রথম এ মোবাইল টি চালু করুন, তারপর মোবাইল এর প্লেস্টোরে চলে যান আর ক্লিক করে প্লেস্টোর খুলুন।
- এবার উপরের দেখানো ছবির মতন খুজুন আর ডাউনলোড করে ফেলুন ইন্ডিয়ান অয়েল ওয়ান এপ্লিক্যাশন।
- এবার ইন্ডিয়ান অয়েল এপ্লিকেশন খুলুন এবং এপ্লিকেশন টি আপনার জায়গার অনুমতি চাইবে সেটিকে আপনি অনুমতি দিয়ে দিন নিচের ছবির মতন।
- এরপর বা দিকের উপরে অংশে ঠিক ইন্ডিয়া অয়েল লেখার বা দিকে পরপর তিনটি দাগ রয়েছে, সেটিকে চাপ দিন, চাপ দেবার পর আরেকটি পাতা খুলে যাবে।
- এই নতুন পাতায় ওপর এর মাঝের জায়গায় login/signup বলে লেখা আছে, তাতে আপনাকে signup বেছে নিয়ে সেটিকে চাপ দিয়ে খুলে নিতে হবে।
- Signup খোলার পর একটি নতুন পাতা খুলে যাবে সেই পাতায় নিচের দিকে আপনাকে Register এ নির্বাচন করতে হবে।
- এরপর আরেকটি পাতা খুলে যাবে যাতে পর পর চারটি জায়গায় আপনার নাম ,ইমেইল ঠিকানা, প্রথম নাম আর পদবি দিতে হবে নিচের মতন।
১ আপনার নাম ( আপনার গ্যাস বই এর নাম )।
২ আপনার ইমেইল ঠিকানা।
৩ প্রথম নাম ( আঁধার কার্ড এর নাম )।
৪ পদবি (আঁধার কার্ড এর পদবি) ।
এবার I agree with এর পাশের বাক্স এ তে ক্লিক করে রেজিস্টার লেখায় চাপ দিন।
- এর পর আপনার মোবাইল এ আরেকটি পেজ ওপেন হবে। এবার আপনার মোবাইল এ একটি OTP আসবে ওই টি কে আপনাকে ওখানে লিখে দিতে হবে।
- এরপর আপনাকে একটি পাসওয়ার্ড নির্বাচন করতে হবে যাতে অন্তত ৬টি ক্যারেক্টর থাকতে হবে,এই পাসওয়ার্ড এ মধ্যে অন্তত ১ টি নম্বর থাকতে হবে, অন্তত ১ টি অক্ষর থাকতে হবে,১ টি স্পেশাল ক্যারেক্টর যেমন @!$*~ থাকতে হবে।
- উপরের মতন পাসওয়ার্ড টি নির্বাচন করে পর পর আপনাকে দুই বার সেটিকে লিখতে হবে আর এরপর OK বাটনটেই চাপ দিতে হবে।
- ওকে বোতাম এ চাপ দেবার পর আপনাকে সোজা লগইন পাতায় এনে দেবে সেখানে আপনার মোবাইল নম্বর আর তৈরী করা পাসওয়ার্ড টি লিখুন, আর LOGIN NOW এ চাপ দিন।
- এবার আপনাদের উপরে ছবির মতন একটি পাতা খুলে যাবে।
- আর এর মধ্যেই আপনাকে আরেকটি এপ্লিকেশন প্লেস্টোরে এ গিয়ে ডাউনলোড করে নিতে হবে নিচের ছবির মতন।এপ্লিকেশন এর নাম হলো AADHAR FACE RD।
- এবার আগের এলপিজি এপ্লিকেশন এ নিচের ছবির হাইলাইট করা জায়গায় চাপ দিন।
- এরপর আরেকটি পাতা ওপেন হবে তাতে আপনাকে ১৬ অংকের এলপিজি নম্বর দিতে হবে তারপর নিচের Submit বাটন এ চাপ দিতে হবে।
- এরপর আরেকটি পাতা খুলে যাবে, তাতে আপনাকে আপনার আঁধার নম্বর দ্বিতীয় নির্বাচনে দিতে হবে।
- তাতে আরেকটি পাতা ওপেন হবে তাতে আপনাকে আপনার কনসিউমার ডিটেলস দেখাবে।
- সেই ডিটেলস দেখতে হবে, যদি দেখেন ডিটেলস টি ঠিক আছে তাহলে নিচের ডান দিকের নির্বাচনে YES IT’S CORRECT এ চাপ দেবেন।
- তারপর আরেকটি পেজ খুলে যাবে এবং আপনার গ্যাস অফিস এ রেজিস্টার করা মোবাইল নম্বর এ একটি OTP যাবে সেই OTP টি আপনার নতুন খোলা পাতায় ভরে দিতে হবে।
- তারপর DONE লেখাটাই চাপ দিতে হবে।
- তারপর RE LOGIN নির্বাচনে আপনি ক্লিক করে আবার LPG পেজ এ ঢুকবেন।
- তারপর আবার আগের মতন বা দিকের তিনটি লাইন নির্বাচন এ ক্লিক করবেন।
- তারপর আরেকটি পাতা খুলে যাবে তাতে প্রথম LPG নির্বাচনটি তে ক্লিক করবেন।
- তারপর আরেকটি পাতা খুলে যাবে তাতে প্রথম নির্বাচনটি তে ক্লিক করবেন উপেরের ছবিটির মতন।
- তারপর তাতে APPLY/VIEW CONNECTION নির্বাচনে ক্লিক করবেন।
- এতে আরেকটি পাতা খুলে যাবে উপরের ছবির মতন তাতে আপনাকে ADDHAR KYC নির্বাচনে এ ক্লিক করতে হবে।
- এতে আরেকটি পাতা খুলে যাবে যাতে একটা ছোট বাক্স দেখতে পাবেন সাদা মতন তাতে নির্বাচন করে নিচে FACE SCAN এ চাপ দিবেন নিচের ছবির মতন।
- এতে আরেকটি পাতা খুলে যাবে, তাতে আপনার মোবাইলের সামনের ক্যামেরার সাহায্যে আপনার মুখের চশমা ছাড়া আঁধার কার্ড এ যেরকম ছবি আছে ঐরকম ছবির মতন মুখকে ক্যামেরার সামনে আনতে হবে, আর চোখের পাতা মাঝে মাঝে ঝাপ্টা দিতে হবে এতে আপনা আপনি আরেকটি পাতা খুলে যাবে যাতে আপনার আঁধার এর বিস্তারিত দেখাবে।
- নিচে দেখবেন SUBMIT বাটন আছে তাতে চাপ দিতে হবে।
- এতে আপনার নিচের ছবির মতন কনফার্মেশন এ পাতা খুলে যাবে।
- আপনার KYC হইয়া গেছে। এবার KYC ঠিক হইয়াছে কিনা দেখার জন্য আবার লগইন পেজ এ গিয়ে বা দিকের তিন টি লাইন এ ক্লিক করে পরের পাতায় MY PROFILE নির্বাচন করে তাতে চাপ দিতে হবে।
- তাতে আরেকটি পাতা খুলে যাবে সেখানে যদি আপনার KYC STATUS এ সবুজ টিক্ থাকে আর নিচের স্টেটাস নির্বাচনে এ যদি ACTIVE থাকে তাহলে বুঝে যাবেন আপনার KYC ঠিক হইয়াছে।
আসা করি আপনি উপরের যেরকম ভাবে বলা আছে ঠিক সেই ভাবেই সব কিছু করে থাকেন তাহলে অনায়াসে আপনার KYC Update হয়ে যাবে বাড়িতে বসেই, লম্বা লাইনএ না দাঁড়িয়েই।
খাসটাইমস বাংলা সম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন।